অস্ট্রেলিয়ার সিডনিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন
অস্ট্রেলিয়ার একটি সাত তলা ভবনে ভয়াবহ আগুণ লেগেছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির কেন্দ্রস্থলে ভবনটিতে ছড়িয়ে পড়া ভয়াবহ আগুন কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে পুরোপুরি নেভানো যায়নি। জরুরি বিভাগের কর্মীরা ভবনটির আশপাশের এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্স।
টেলিভিশনের ফুটেজে সিডনির কেন্দ্রস্থ রেলস্টেশনের কাছে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের চেষ্টা করতে দেখা গেছে। আগুনে ভবনটির কাছাকাছি পার্ক করে রাখা একটি গাড়িও জ্বলতে দেখা গেছে। আগুনে ভবনটির ছাদ ও দেয়াল ধসে পড়েছে।
দেশটির আইনপ্রণেতা তানিয়া প্লিবারসেক টুইটারে এক বিবৃতিতে বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সারি হিলসে ভয়াবহ আগুন। দয়া করে নিরাপদ জায়গায় থাকুন এবং জরুরি বিভাগের নির্দেশনা শুনুন।’
ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত আশপাশের ভবনগুলো থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেন। যে ভবনে আগুন লেগেছিল সেটি পরিত্যক্ত ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
নিউ সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউর ভারপ্রাপ্ত কমিশনার জেরেমি ফিউট্র্যাল বলেছেন, ৩০টির মতো ফায়ারট্রাক ও ১২০ দমকলকর্মী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও, নেভাতে আরও অনেকক্ষণ লাগবে।
রাজ্য পুলিশের এক মুখপাত্র জানায়, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এবিসিবি/এমআই