অস্ট্রেলিয়া উপকূলে বিশাল ঢেউয়ের আঘাতে ৫ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার উপকূলজুড়ে বিভিন্ন অংশে বিশাল ঢেউ আছড়ে পড়ার পর পাঁচ জন ডুবে মারা গেছেন। সেই সঙ্গে নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যের উপকূলে আরও দু’জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) দক্ষিণ নিউ সাউথ ওয়েলসের তাথ্রার কাছে পানিতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। রাজ্যটিতে পৃথক ঘটনায় ৫৮ বছর বয়সী এক জেলে এবং আরও দুই জনের মৃতদেহ পাওয়া যাওয়ার একদিন পর এই ঘটনা ঘটল।
সিডনির কাছে পানিতে ভেসে যাওয়া এক ব্যক্তির সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। শুক্রবার ভিক্টোরিয়ার সান রেমোতে সমুদ্রে ভেসে যাওয়ার পর এক নারী ডুবে মারা যান এবং একজন পুরুষ নিখোঁজ রয়েছেন।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, একজন নারী তীরে ফিরে আসতে সক্ষম হন, কিন্তু অন্য নারী এবং পুরুষটি ফিরে আসতে পারেননি।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জ্যাকিন্টা অ্যালান বলেছেন, এটি ইস্টার সপ্তাহান্তের একটি ‘ভয়াবহ শুরু’। এমন মর্মান্তিক পরিস্থিতিতে প্রাণ হারানো ব্যক্তির পরিবারের সঙ্গে আমার সমবেদনা রয়েছে। সম্ভবত আরও কঠিন খবর আসতে পারে।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিপজ্জনক ঢেউয়ের কবলে পড়েছে। দাতব্য সংস্থা সার্ফ লাইফ সেভিং অস্ট্রেলিয়ার প্রধান অ্যাডাম ওয়েয়ার সৈকতে টহল দেওয়ার পরামর্শ দিয়েছেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত ১০ বছরে টহলবিহীন সৈকতে ৬৩০ জন ডুবে মারা গেছেন।
-ইত্তেফাক