Type to search

অস্ট্রেলিয়া

কোভিড-১৯ প্রভাবে প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথম অর্থনৈতিক মন্দায় অস্ট্রেলিয়া

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রভাবে প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথম অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়। জানা গেছে, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৭ শতাংশ কমেছে। এছাড়া অস্ট্রেলিয়ায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়েও জিডিপি ০.৩ শতাংশ কমে গিয়েছিল।

এ বছরের শুরুতে ভয়াবহ দাবানলের কারণে ক্ষতির মুখে পড়ে অস্ট্রেলিয়ায় অর্থনীতি। এরপরই বিশ্ব জুড়ে হানা দেয় করোনা ভাইরাস (কোভিড-১৯) । এতে দেশটির অর্থনীতিতে আরো  অবনতি প্রভাব পড়তে শুরু করে।

অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিসটিকসের কর্মকর্তা মাইকেল এসমেডস জানান, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এবং এটি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কারণে এমন অর্থনীতি মন্দায় পড়েছে অস্ট্রেলিয়া। এটা খুব বড় ব্যবধান। ১৯৫৯ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার ত্রৈমাসিক জিডিপি-র বৃহত্তম পতন।

এর আগে অস্ট্রেলিয়া ১৯৯০ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সর্বশেষ অর্থনৈতিক মন্দায় পড়েছিলো।

Translate »