Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় শিশু নির্যাতন: ৪৪ সন্দেহভাজন আটক, ১৬ শিশু উদ্ধার

শিশু নির্যাতনের সাথে জড়িত থাকার দায়ে অস্ট্রেলিয়াজুড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪৪ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে ১৬ জন শিশুকে উদ্ধার হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের পক্ষ থেকে এমনই তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বলেন, অনলাইনের পোস্ট করা বিভিন্ন ছবি এবং ভিডিও ১ বছর তদন্ত করার পর ঐ সব সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে।

জানা গেছে, আটক হওয়া সন্দেহভাজনরা আইন প্রয়োগ, নির্মাণ, পরিবহন ও অতিথিসেবা শিল্পে কাজ করতেন। সন্দেহভাজনদের কাছ থেকেউদ্ধার করা হয়েছে শিশু নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন উপকরণও।

আটকের বিষয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কমিশনার রিস কার্শো জানান, পণ্য নয় শিশুরা। আমাদের তদন্তকারী সদস্যরা ধৈর্য সহকারে ছবিগুলো তদন্ত করেছে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, চলতি বছর অভিযান চালিয়ে তারা ১৩৪ শিশুকে উদ্ধার করেছে। এদের মধ্যে অস্ট্রেলিয়ার বাইরে ছিল ৬৭ শিশু।

Translate »