Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় প্লেন দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল কুইন্সল্যান্ডে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ৪জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, ব্রিসবেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে ৬৯ বছর বয়সী পাইলট ৩ যাত্রীকে আনন্দ ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য প্লেন নিয়ে বের হয়েছিলেন। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই ব্রিসবেনের উত্তর-পূর্বে একটি জলাভূমি এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। কিশোরদের চেয়েও কম বয়সী ২টি শিশু ছিল প্লেনটিতে।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কমিশনার অ্যাঙ্গাস মিচেল জানিয়েছে, দুর্ঘটনাটির সম্ভাব্য কারণ সম্পর্কে একটি প্রতিবেদন দিতে ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে।

এবিসিবি/এমআই

Translate »