Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নতুন পাঁচ ডলারের নোটে থাকবে না রাজা চার্লসের ছবি

অস্ট্রেলিয়ার নতুন পাঁচ ডলারের নোটে থাকবে না রাজা তৃতীয় চার্লসের ছবি। নতুন নকশায় ‘আদিবাসী অস্ট্রেলীয়দের ইতিহাস ও সংস্কৃতির’ প্রতি শ্রদ্ধা জানানো হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বিবিসি।

রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া (আরবিএ) বলেছে, পাঁচ ডলারের নোটে নতুন নকশাটি ছাপা হবে তাতে দেশটির আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে। তবে নতুন ৫ ডলারের নকশা কবে নাগাদ উন্মুক্ত হবে, তাও ঠিক করেনি তারা।

আরবিএ-এর পক্ষ থেকে বিবিসি কে বলা হয়, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে তাদের সমর্থনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ ডলারের অপর প্রান্তে থাকা অস্ট্রেলিয়ার সংসদের ছবিটিই থাকবে।

ব্যাংকটির এক মুখপাত্র জানায়, ৫ ডলারের নোট নিয়ে আদিবাসী অস্ট্রেলিয়ানদের সঙ্গে আলোচনা করবে। নতুন এ নোটের নকশা এবং ছেপে বের হতে কয়েক বছর লেগে যাবে। এই সময়ে চলমান নোটটিই ছাপানো হবে এবং নতুন নোট বাজারে আনার পরও বর্তমান নোটটি চালু থাকবে।

এদিকে গত বছর মারা যান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রানি হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে এখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি। তবে রানি মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানির ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও ১২টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেন ব্রিটিশ রাজা বা রানি। তবে এ পদটি শুধুমাত্রই ‘আনুষ্ঠানিক।’

রানির মৃত্যুর পর পরই অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয় ৫ ডলারের নোটে রাজা তৃতীয় চার্লসের ছবি যুক্ত করা হবে না। এর বদলে সেখানে অস্ট্রেলিয়ার কোনো বিশেষ ব্যক্তির ছবি দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার বেশিরভাগ মুদ্রাতেই এখন আদিবাসীদের প্রতিকৃতি বা সংশ্লিষ্ট শিল্পকর্ম আছে। ১৯৯৯ সালে হওয়া এক গণভোটে অস্ট্রেলিয়ার ভোটাররা তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটিশ রাজা/রানিকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ২০২১ সালে দেশটি আদিবাসীদের দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরতে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে।

এবিসিবি/এমআই

Translate »