অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঝড়ের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১ লাখ ঘরবাড়ি

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বড়দিনের রাতে বজ্র-বৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের আঘাতে এক লাখ ১০ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে একটি গাছ ভেঙ্গে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিদ্যুৎ কোম্পানি এনাজেক্স জানিয়েছে, কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন এবং গোল্ড কোস্ট অঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে বহু মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এনাজেএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিদ্যুৎ ব্যবস্থা এমনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, তা দ্রুত পুন:স্থাপন করা যাবে এমন কথা সহজেই বলা যাচ্ছে না। সেখানে শক্তিশালী ঝড়ের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’
খবরে বলা হয়, ‘সময় যত গড়াচ্ছে আরও বেশি ক্ষয়ক্ষতির খবর আসছে।
’কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেস সার্ভিস জানিয়েছে, গোল্ড কোস্টের একটি রাস্তায় গাছ উপড়ে পড়ায় ৫৯ বছর বয়সী এক মহিলা মারাত্মকভাবে আহত হন এবং পরে তিনি মারা যান।
এবিসিবি/এমআই