Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ডে-কেয়ারে ১৫ বছরে ধর্ষণের অভিযোগ ৯১ শিশু

অস্ট্রেলিয়ায় শিশু সেবা কেন্দ্রে কর্মরত এক ব্যক্তির বিরুদ্ধে ৯১ টি শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। ঘটনাটিকে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু যৌন নিপীড়নের ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার (১ অগাস্ট) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিডনি, ব্রিসবেন ও বিদেশের বিভিন্ন ১২টি চাইল্ড কেয়ার সেন্টারে এমন ঘটনা ঘটে। এমনকি ওই ব্যক্তির ওপর বয়ঃসন্ধি-কালীন এবং এর থেকে কম বয়সী শিশুদের ওপর যৌন নিপীড়নের অভিযোগও উঠেছে। তবে অভিযুক্ত ব্যক্তি এ পাশবিক নির্যাতনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের ভাষ্যমতে, ৪৫ বছর বয়সী ওই সাবেক কর্মীর বিরুদ্ধে একাধিক দেশে মোট ১ হাজার ৬২৩টি পৃথক অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে ১৩৬টিই ধর্ষণের ঘটনা। এছাড়া ১০ বছরের কম বয়সী মেয়ে শিশুকে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের ঘটনা মোট ১১০টি। ৬১৩টি শিশু নিপীড়নের সরঞ্জাম বানানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে।

স্থানীয় প্রশাসন আরও বলেছে, অস্ট্রেলিয়ার ৮৭টি শিশুকে নিপীড়নের ভিডিও চিত্র দেখে চিহ্নিত করা হয়েছে এবং বিদেশে নির্যাতিত চারটি শিশুকে সনাক্ত করতে আন্তর্জাতিক সংগঠনগুলোর সাহায্য নেয়া হচ্ছে। তদন্তকারীরা ২০১৪ সালে ডার্ক ওয়েবে শিশু যৌন নিপীড়নের ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই ওই ব্যক্তিকে খুঁজছিলেন।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ অভিযুক্তের নাম প্রকাশ করেনি। কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের বাসিন্দা এই ব্যক্তিকে ২০২২ সালের আগস্টে গ্রেপ্তার করা হয় এবং তিনি এখন পুলিশের হেফাজতে আছেন। আগামী ২১ আগস্ট ব্রিসবেন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হবে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

এবিসিবি/এমআই

Translate »