Type to search

Lead Story অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া জুড়ে এখন কোভিড-১৯ ডেল্টা ধরন

কোভিড-১৯ মহামারির নতুন একটি পর্যায়ের মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ভারত থেকে ছড়ানো করোনাভাইরাস ডেলটা ধরণ ছড়িয়ে পড়ছে পুরো দেশটিতে। সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ার অন্যতম বড় শহর সিডনি ও এর আশপাশের এলাকায় ২ সপ্তাহের কঠোর লকডাউন জারি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, সিডনিতে করোনার অতি সংক্রামক ডেল্টা ধরনে পজিটিভ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। কুইন্সল্যান্ড, নর্দান টেরিটরি ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াও নতুন সংক্রমণ নথিবদ্ধ হয়েছে। এর মধ্য দিয়ে কয়েকমাসের মধ্যে প্রথমবারের মতো দেশটির দূরবর্তী বিভিন্ন অঞ্চলে একসাথে কোভিড-১৯ সংক্রমণের খবর পাওয়া গেল। জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, কোভিড-১৯ মহামারির নতুন একটি পর্যায়ের মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অর্থমন্ত্রী জশ ফ্রাইডেনবার্গ জানান, আমার মনে হচ্ছে, অতিসংক্রামক ধরন ডেলটার কারণে আমরা কোভিড-১৯ মহামারির নতুন একটি পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। সংক্রমণ ঠেকাতে সীমান্ত বন্ধ রাখা ও নতুন করে বিধিনিষেধ আরোপ করা ছাড়া আর কোন উপায় নেই।Sydney Expands Covid-19 Lockdown to Halt Delta Variant - WSJসংক্রমণ বাড়ায় ইতোমধ্যেই লকডাউনে চলে গেছে সিডনি ও ডারউইন; এর পাশাপাশি ৪টি রাজ্যজুড়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের পাশাপাশি করণীয় নির্ধারণ ও সংক্রমণ ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে গতকাল সোমবার কেন্দ্রীয় সরকারের সাথে অস্ট্রেলিয়ার রাজ্য সরকারগুলো বৈঠকে বসছে।

Translate »