Type to search

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় ওমিক্রন আক্রান্ত ২

অস্ট্রেলিয়ায়ও মিলল করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে শনাক্ত রোগী। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত নতুন ধরনের এই ভাইরাসে ২ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ক্যানবেরা। রবিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ওমিক্রন ভেরিয়েন্ট ঘিরে বিশ্বজুড়ে প্রচণ্ড হইচই শুরু হয়েছে।জার্মানি, যুক্তরাজ্য ও ইতালির পর এবার করোনার এই ধরনে আক্রান্ত রোগীর সন্ধান মিলল অস্ট্রেলিয়ায়ও।

দুই দিন আগেই আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় নয়টি দেশের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রেলিয়া। করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ ছটিয়ে পড়ারা আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য অধিদফতর জানানো, করোনার ওমিক্রন ভেরিয়েন্টে আক্রান্ত ২জন রোগীর সন্ধান পেয়েছেন তারা। ওই দু’জন ব্যক্তি আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে একটি বিমানে সিডনি পৌঁছান। পরে করোনা পরীক্ষায় তাদের শরীরে ওমিক্রন ভেরিয়েন্ট আক্রান্ত হয়।

এদিকে করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ সংক্রমণের আতঙ্কে বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে চার বছরের মধ্যে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার বৃহত্তম বাণিজ্য সম্মেলন। জেনেভায় এই সম্মেলনে ১৬৪টি সদস্য দেশের ১০০ বেশী মন্ত্রী এবং ৪,০০০ বেশী প্রতিনিধি অংশ নেওয়ার কথা ছিল।

এবিসিবি/এমআই

Translate »