দার্জিলিংয়ে জমি কিনতে গিয়ে বাংলাদেশি আটক
ভারতের পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে জমি কিনতে গিয়ে এক বাংলাদেশি আটক হয়েছেন। দার্জিলিংয়ের শিলিগুড়ি জমি রেজিস্ট্রি অফিস থেকে তাকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তির নাম দিলীপ সূত্রধর (৪৯)। তার বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জের হরিরামপুর বলে জানিয়েছে শিলিগুড়ি পুলিশ।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি আশিঘর রেজিস্ট্রি অফিসের বাইরে অবস্থান নেয় পুলিশ। দিলীপ সূত্রধর জমি দলিল পক্রিয়া শুরু করলে তাকে আটক করা হয়।
দিলীপ সূত্রধরের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার কার্ড এবং ভারতীয় ও বাংলাদেশি পাসপোর্ট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
এবিসিবি/এমআই