Type to search

Uncategorized

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন আক্রান্ত ৫১ জন

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত-এবিসিবি নিউজ-abcb news

করোনাভাইরাসে শনাক্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী আক্রান্ত হয়েছে ৫১ জন। গতকালও এই সংখ্যা ছিল ৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় চার হাজার ৮৯৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫১ জন। আগের দিন তিন হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫১ জন।
দেশে এখন পর্যন্ত এক কোটি ৩৯ লাখ ২৫ হাজার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় তিন হাজার ৩১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৮ জন। শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩২৬ জন। দেশে এ পর্যন্ত ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৫ শতাংশ।

এবিসিবি/এমআই
Translate »