সাফ ফুটবল: মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ
শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে সাফ শুরুর ধারাবাহিকতা ধরে রেখে ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে জামাল ভুঁইয়ারা। কিন্তু মালদ্বীপের আক্রমণে অসহায় আত্নসমর্পণ করে জামাল-তপুরা। হামজা ও আলী আশফাকের গোলে ২-০ ব্যবধানে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দেয় মালদ্বীপ।
দ্বিতীয়ার্ধে নেমেই বাংলাদেশকে প্রেশার দিচ্ছিলো মালদ্বীপ। বিরতির পর ১০ মিনিট না পেরোতেই গোল হজম করলো অস্কার ব্রুজোনের শিষ্যরা। ম্যাচের ৫৫ মিনিটে মালদ্বীপের নাম্বার টেন হামজা মোহাম্মদের বাইসাইকেল কিকে ১-০ গোলে পিছিয়ে যায় তপু বর্মনরা।
ম্যাচের ৭৩ মিনিটে বাংলাদেশের ফাউলে পেনাল্টি পায় মালদ্বীপ। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি দ্বীপরাষ্ট্রের তারকা ফুটবলার আলী আশফাক। জিকোকে বোকা বানিয়ে মালদ্বীপের ব্যবধান ২-০ করেন ‘দক্ষিণ এশিয়ার মেসি’। বাকিটা সময়ে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেননি জামাল ভূঁইয়ারা।
এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এসেছে মালদ্বীপ আর দুই নম্বরে থাকা বাংলাদেশ নেমে গেছে ৩ নম্বরে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নেপাল।