Type to search

খেলাধুলা

করোনায় আক্রান্ত ক্রিকেটার মোশাররফ রুবেল, বাবা হাসপাতালের আইসোলেশনে ভর্তি

করোনা ভাইরাস (কোভিড-১৯)  এরই মধ্যে ক্রীড়া জগতের বেশকিছু খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যরা শনাক্ত হয়েছেন। তবে আশার কথা হলো পজিটিভ সবাই সুস্থ হয়েছেন। এবার সেই অদৃশ্য করোনা ভাইরাসে শনাক্ত তালিকায় যোগ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের স্পিনার মোশরারফ হোসেন রুবেল। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

মোশাররফের বাবাও করোনায় শনাক্ত হয়েছেন। তার বাবার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন মোশাররফ হোসেনের বাবা।

এ ব্যাপারে মোশাররফ জানান, ‘গত শনিবার রাতে আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার তেমন কোনো সমস্যা নেই। তবে শুধু খাবারে গন্ধ পাচ্ছি না। এছাড়া আমার আর কোনো সমস্যা নেই। তবে আমার বাবার অবস্থা ভালো নয়। বাবাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। আমার স্ত্রী-সন্তানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি বাসাতেই চিকিৎসা নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

Translate »