স্ত্রী শিশিরকে ঈদ উপলক্ষে গাড়ি উপহার দিলেন সাকিব আল হাসান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে দারুন এক উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। স্ত্রী শিশিরকে সাকিব একটি মার্সিডিঞ্জ বেঞ্জ গাড়ি উপহার দিলেন। স্বামীর কাছ থেকে উপহার পেয়েছেন শিশির।
শিশির উপহার পাওয়া মার্সিডিঞ্জ বেঞ্জ গাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও করেছেন। ছবি আপলোড করে শিশির লিখেছেন, ‘ঈদ উপহার স্বামীর কাছ থেকে পাওয়া।’
সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে আছেন। গত মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হতেই যুক্তরাষ্ট্রে যান তিনি। তখন সন্তান সম্ভবা ছিলেন স্ত্রী শিশির। পরবর্তীতে ২য়বারের মত কন্যা সন্তানের বাবা হন সাকিব।
ফিক্সিংএর প্রস্তাব পেয়ে জুয়াড়ির তথ্য গোপন করায় সাকিবকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ রয়েছেন। গত অক্টোবর থেকে খেলার বাইরে তিনি। সাকিবের আগামী ২৮ অক্টোবর শেষ হবে নিষেধাজ্ঞা।