‘সাকিব আল হাসানের ব্যাপারটা অস্বাভাবিক’
রাজনৈতিক পালাবদলে দেশে ফেরাই অনিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের। বিদেশের মাটিতে টানা দুই সিরিজ খেললেও এখন সেটাও পারছেন না। এর মধ্যে ইংল্যান্ডে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ক্যারিয়ারই এখন শঙ্কার মুখে। সাকিবের বিষয়টা বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপুর কাছে অস্বাভাবিক।
সাকিবের ভবিষ্যৎ নিয়ে লীপু বলেন, ‘কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের বিষয়ে আপনারাই অবহিত আছেন। এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারব না, তার দলে অন্তর্ভুক্তির ব্যাপারটা। এটা (সাকিবের বর্তমান অবস্থা) পুরোপুরি ভিন্ন ইস্যু। এটা গতানুগতিক কোনো বিষয় নয়। এটা অস্বাভাবিক একটা বিষয়, যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে।”
-মানবজমিন