Type to search

খেলাধুলা

সন্তানের মা হলেন টেনিস তারকা শারাপোভা

স্পোর্টস ডেস্ক:

সন্তানের মা হলেন মারিয়া শারাপোভা। শুক্রবার পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ও সাবেক নাম্বার ওয়ান নারী টেনিস তারকা এই ঘোষণা দেন। ছেলের নাম রাখা হয়েছে থিওডোর।

চারটি মেজর গ্র্যান্ড স্ল্যাম জেতা রাশিয়ান সুন্দরী শারাপোভা এর আগে গত এপ্রিলে সন্তান আগমনের খবর জানান।

২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে উইম্বলডন জেতেন শারাপোভা। এরপর ২০০৬ সালে ইউএস ওপেন ঘরে তোলেন। ২০০৮ ও ২০১২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা চুমু দেন। সর্বশেষ ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেন।২০২০ সালে টেনিসকে বিদায় জানান শারাপোভা।

Translate »