রোহিত-রাহুলকে পেছনে ফেলে নতুন রেকর্ডের পাতায় বাবর-রিজওয়ান

টি-টোয়েন্টিতে ২০২১ সালে আরও একটি রেকর্ড নিজেদের করে নিয়েছেন পাকিস্তানের ২ ওপেনার অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ফরম্যাটটিতে সর্বোচ্চ ছয়বার শতরানের জুটি গড়লেন এই ২ তারকা। গতকাল (১৬ ডিসেম্বর) করাচিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে তারা এ মাইলফলকে পৌঁছান।
তাদের ২জনের কারণেই গত ২ বছর ধরে ফরম্যাটটিতে ব্যাপক উন্নতি করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল দুজনের ওপেনিং জুটি থেকে এসেছে ১৫৮ রান। এর মধ্যে ৫৩ বলে ৭৯ রান করেন বাবর আজম ও ৪৫ বলে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। এই জুটির মধ্য দিয়ে পেছনে ফেলেছেন ভারতের রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে তারা। টি-টোয়েন্টিতে ভারতীয় দুই ওপেনারের শতরানের জুটি রয়েছে পাঁচবার।
বাবর-রিজওয়ানের শতরানের জুটিগুলোর মধ্যে ৪টিই ১৫০ ছাড়িয়েছে। এর সবগুলোই ২০২১ সালে। আর চলতি বছরের শুরুর দিকে তারা সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড ১৯৭ রানের জুটি গড়েন।
এবিসিবি/এমআই