Type to search

খেলাধুলা

বিসিবির প্রস্তাবে পিসিবির সাড়া, জুলাইয়ে আসছে পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফি শেষে মে মাসের শেষের দিকে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এফটিপিতে থাকা সেই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

এরপর আবারও পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলতে পারে বাংলাদেশ দল। সূত্র জানিয়েছে, বিসিবির প্রস্তাবে রাজি হয়ে জুন-জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পর জুলাই-আগস্টে বাংলাদেশে এসে আরেকটি তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে রাজি হয়েছে পিসিবি।

 দুবাই থেকে দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘বড় আসরে অন্যান্য বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যখন দেখা হয়, তখন অনেক কিছু নিয়েই কথা হয়। পিসিবির সঙ্গে আমাদেরও সে রকম কিছু আলোচনা হয়েছে। তারা ওই সময়ে বাংলাদেশে দল পাঠাতে প্রাথমিক সম্মতি দিয়েছে।’

বিসিবি সভাপতির সঙ্গে পিসিবির সভাপতি মহসিন নাকভির আলোচনা অনুযায়ী এফটিপির বাইরের এই সিরিজের জন্য সময় বের করতে প্রয়োজনে এফটিপিতে থাকা কোনো সিরিজের সময় পুনর্নির্ধারণ করবে পিসিবি। বর্তমান এফটিপি অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা রয়েছে।

-ইত্তেফাক

Translate »