Type to search

খেলাধুলা

বিশ্বজয়ী বীরের বেশেই সুপারস্টার মেসিকে বরণ করলো পিএসজি

ক্যারিয়ারজোড়া আক্ষেপ মিটিয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপা। ৩৬ বছরের অপেক্ষা শেষ করে দেশকে এনে দিয়েছেন তৃতীয় বিশ্বকাপ। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি পেয়েছেন পূর্ণতার স্বাদ।

বিশ্বকাপ জয়ের পর নিজের সময়টাকে উপভোগ করার জন্য নিজের ক্লাব পিএসজি থেকে অন্যদের চেয়ে একটু বেশিই ছুটি পেয়েছিলেন মেসি। ছুটি কাটিয়ে অবশেষে পিএসজিতে ফিরেছেন বিশ্বকাপজয়ী মেসি।

ক্লাবে ফেরার পর সতীর্থরা বিশ্বকাপের নায়ককে বরণ করে নিয়েছেন বীরের বেশেই। বিশ্বকাপের পর ক্লাবের হয়ে প্রথম অনুশীলনে ফিরেই মেসি পেয়েছেন সতীর্থদের ‘গার্ড অব অনার’।

ছবি: সংগৃহীতছবি: সংগৃহীত

বিশ্বকাপজয়ী মেসিকে বরণ করে নিতে আয়োজনের কোনো কমতি ছিলো না পিএসজির। সতীর্থরা তো গার্ড অব অনার দিয়েছেনই। সঙ্গে ক্লাবের পক্ষ থেকেও মেসির হাতে তুলে দেওয়া হয়েছে সম্মাননা স্মারক।

মেসিকে বরণ করে নেওয়ার ভিডিও পিএসজি প্রকাশ করেছে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেসিকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন সতীর্থ ও বন্ধু ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে সতীর্থ হিসেবে একমাত্র অনুপস্থিত ছিলেন বিশ্বকাপের ফাইয়ানলে মেসির আর্জেন্টিনার কাছে হেরে রানার্স-আপ হওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

এবিসিবি/এমআই

Translate »