Type to search

খেলাধুলা

বিশ্বকাপ পর্বের লড়াইয়ে নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের বড় জয়

বিশ্বকাপ পর্বের লড়াইয়ে নেইমারের হ্যাটট্রিকে পেরুর বিপক্ষে ৪-২ গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। যদিও ম্যাচে ২বার পিছিয়ে পড়েছিলেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৬ মিনিটের মাথায় স্বাগতিক পেরুকে আন্দ্রে কারিয়ো এগিয়ে দেন। ২৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে নেইমার সমতায় ফেরান। ৫৯তম মিনিটে তাপিয়ার গোলে আবারও এগিয়ে যায় পেরু। এবার রবার্তো ফিরমিনোর পাস থেকে রিচার্লিসন ব্রাজিলকে সমতায় ফেরান। ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে নেইমার নিজের দ্বিতীয় গোলে এগিয়ে যায় ব্রাজিল।

ম্যাচের শেষদিকে পেরুর ২ জন খেলোয়াড় লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ৮৬তম মিনিটে কার্লোস চাচেদা এবং ৮৯তম মিনিটে কার্লোস জামব্রানো মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। এই সুযোগ কাজে লাগিয়ে নেইমার নিজের তৃতীয় গোলটি তুলে নেন। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে রোনালদো নাজারিওকে টপকে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নেইমার দ্বিতীয় স্থানে ওঠে এসেছেন।

নেইমারের ওপরে আছেন কেবল ৯২ ম্যাচে ৭৭ গোল করা সাবেক ফুটবল কিংবদন্তি পেলে। ৯৮ ম্যাচে রোনালদো করেছেন ৬২ গোল। নেইমারের গোল সংখ্যা দাঁড়ালো ৬৪। খেলেছেন ১০৩ ম্যাচ তিনি।

Translate »