Type to search

খেলাধুলা

বাবর আজমকে অধিনায়ক করে আইসিসির সেরা একাদশ, নেই ভারতীয়

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা পারফর্মারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ব্যাট হাতে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। তিনি ৬ ম্যাচে সবেচেয়ে বেশি; ৪টি ফিফটির মাধ্যমে ৩০৩ রান সংগ্রহ করেন। তাকে আইসিসির একাদশে তিন নম্বর পজিশনে রাখা হয়েছে। এছাড়া তার কাঁধেই দেওয়া হয়েছে বিশ্বকাপ সেরা একাদশের নেতৃত্ব।

আইসিসির এই সেরা একাদশে সুযোগ পাননি কোনো ভারতীয় ক্রিকেটার। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও সুযোগ পাননি।

রোববার দুবাইয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে প্রতিযোগিতাটির সপ্তম আসরের। কিউইদের ৮ উইকেটে হারিয়ে এ সংস্করণের প্রথম বৈশ্বিক শিরোপা ঘরে তুলেছে অস্ট্রেলিয়া।

এরপরই আইসিসির ঘোষিত সেরা একাদশে সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া থেকে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার আছেন দুইজন করে। রানার্সআপ দল নিউজিল্যান্ড ও পাকিস্তান থেকে রাখা হয়েছে একজন করে।

বিশ্বকাপের সেরা একাদশ:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান

জশ বাটলার (ইংল্যান্ড)- ২৬৯ রান

বাবর আজম (পাকিস্তান)– ৩০৩ রান

চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)– ২৩১ রান

এইডেন মার্কারাম (দক্ষিণ আফ্রিকা)– ১৬২ রান

মঈন আলী (ইংল্যান্ড)– ৯২ রান ও ৭ উইকেট

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)– ১৬ উইকেট

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)– ১৩ উইকেট

জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)– ১১ উইকেট

ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)– ১৩ উইকেট

আনরিখ নর্খিয়ে (দক্ষিণ আফ্রিকা)– ৯ উইকেট

দ্বাদশ খেলোয়াড়:

শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭ উইকেট

Translate »