বাংলাদেশ বিপক্ষে দুর্দান্ত জয় পেল জিম্বাবুয়ে

শুরুটা ভালো না হলেও শেষ হাসি হাসলো জিম্বাবুয়ে। ৬ রানে দুই উইকেট হারানোর পর অনেকেই ভেবেছিল দিনটা হয়তো বাংলাদেশের। কিন্তু তা হতে দেননি ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা। তাদের জোড়া শতকে ভর করে টাইগারদের ৩০৩ রান টপকে যায় ১০ বল বাকি থাকতেই।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা একদম ভালো হয়নি জিম্বাবুয়ের। ৬ রান তুলতেই দুই উইকেট হারায় স্বাগতিকরা। ইনিসের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হন রেজিস চাকাভা। মোস্তাফিজুর রহমানের অফ স্টাম্পের বাইরের বলে ডেলিভারিতে ব্যাট চালিয়ে ইনসাইড-এজে বোল্ড হন চাকাভা। পরের ওভারেই আঘাত আনেন শরিফুল ইসলাম। তাকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলেছেন তারিসাই মুসাকান্দা। সেই ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন ওয়েসলি মাধেভেরে ও ইনোসেন্ট কাইয়ার। সেটি ভুল বোঝাবুঝিতে সেই জুটি ভাঙে। মিরাজের বল মিড উইকেটে খেলে ২ রান নিতে চেযেছিলেন কাইয়া।
তাইজুলের থ্রোয়ের পর স্টাম্প ভাঙেন মিরাজ। ফলে রান আউটে কাটা পড়েন মাধেভেরে। এর পর ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার ব্যাটে প্রতিরোধ গড়ে জিম্বাবুয়ে। ইনোসেন্ট কাইয়া ১১০ রান করে মোসাদ্দেকের বলে বিদায় নেন। শেষ পর্যন্ত ৫ উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ১৩৫ রানে অপরাজিত থাকেন।