Type to search

খেলাধুলা

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ প্রিন্স, স্পিন বোলিং কোচ হেরাথ

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। অন্যদিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। শনিবার (২৬ জুন) বিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৯ সালে স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দিয়েছিল বিসিবি। তার সঙ্গে চুক্তি ছিল ১০০ দিনের। সর্বশেষ গত মার্চে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের সঙ্গে শেষবারের মতো কাজ করেছেন ভেট্টোরি। করোনাকালে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে আসা-যাওয়ার সমস্যার কারণে বিসিবি ভেট্টোরির সঙ্গে চুক্তি বাড়ায়নি।

ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেতে যাওয়া অ্যাশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১১টি শতক ও ১১টি অর্ধশতক এবং ওয়ানডেতে ৩টি অর্ধশতক আছে ৪৪ বছর বয়সী প্রিন্সের।

Translate »