Type to search

খেলাধুলা

বাংলাদেশের প্রতিশোধের সিরিজ শুরু আজ

২০১১ সালের পরে আবারও কি লজ্জার রেকর্ড হবে? নাকি সিলেটের প্রতিশোধ নিতে গর্জে উঠবে টাইগার বাহিনী? এমন হাজারো প্রশ্ন নিয়ে আজ শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর আড়াইটায়। এই সিরিজের আগে ঘরের মাটিতে পরপর দুটি ওয়ানডে সিরিজ হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাতে শ্রীলঙ্কা সিরিজ হারলে এক যুগ পরে ঘরের মাটিতে তিনটি সিরিজ হারবে বাংলাদেশ। তবে সেটি হলে অপ্রাপ্তি থেকে যাবে ক্রিকেটারসহ ভক্তদের মনে। সিলেটের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইমড আউট উদযাপনের নামে যা করেছিল লঙ্কান বাহিনী, তার জবাবে ওয়ানডে সিরিজ জয় ভিন্ন কিছু নেই।

বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি সিরিজে সৌম্য সরকার তার পুরোনো ফর্মের আভাস দেখিয়েছেন। তাওহীদ হৃদয় এবং তানজিদ হাসান বিপিএলে নিচের দিকে নেমে রান করেছিলেন। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক ফর্মে রয়েছেন এবং মুশফিকুর রহিমও বিপিএলে সফল ছিলেন। ফলে বাংলাদেশের ভালো করার অনেকগুলো জায়গা রয়েছে।  বল হাতে তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামরা ভরসার অন্যতম নাম। মুস্তাফিজুর রহমান কিছুটা উদ্বেগ তৈরি করলেও রিশাদ হোসেনরা আলো দেখিয়েছেন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে প্রধান অলরাউন্ডার হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তাতে লঙ্কানদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই বাংলাদেশ।

মাঠে নামার আগে গতকাল মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে সবসময়ই আমাদের ফাইট হয়। বিশ্বকাপে যা হয়েছে আমার কাছে মনে হয়, ইচ্ছাকৃতভাবে সেটি কেউ করেনি। দলের নিয়ম অনুযায়ী হয়েছে। আমাদের খেলোয়াড়রা ওরকম বেশি উত্তেজিত না। আমরা স্বাভাবিক আছি। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার জন্য। সব খেলোয়াড়ের পারফরম করাটা গুরুত্বপূর্ণ।’

মিরাজ আরো বলেছেন, ‘আমরা সবচেয়ে ভালো খেলি ওডিআই ক্রিকেট। বিশ্বকাপে হয়তো কিছু কিছু ঘটনা ঘটে গেছে। ওডিআই সিরিজটা আমাদের জেতা উচিত। কারণ এই ফরম্যাটে আমরা সবচেয়ে ভালো খেলে আসছি। ওডিআইতে আমাদের যে দলটা রয়েছে, এখান থেকে আমরা যদি শতভাগ পারফরম করতে পারি, তাহলে সিরিজটা অবশ্যই জিতব।’

নিজের বিষয়ে বাংলাদেশি এই অলরাউন্ডার বলেছেন, ‘মূলত সিরিজ খেলার আগে আমি লক্ষ্য নির্ধারণ করে নামতে পারি না, সেটা আমার জন্য চাপ তৈরি করে। আমি চেষ্টা করি নিজে পারফর্ম করে দলের জন্য অবদান রাখতে, সেটা হতে পারে উইকেট নিয়ে, হতে পারে ব্যাটিং করে। আমি দুই দিকেই অবদান রাখার চেষ্টা করব।’ আরো বলেন, ‘যেহেতু আমাদের ওডিআই সিরিজটা শুরু হয়েছে, আমাদের আশা থাকবে আমরা যেন ভালো খেলি। সকলেই ভালো অবস্থানে রয়েছে, যার যার পারফরম্যান্সটা দিতে পারলে আমাদের জন্য ভালো একটা সিরিজ হবে।’

টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। তবে খেলা দেখেছেন দলের, দেখেছেন টাইগারদের লড়াকু মনোভাবও। সেখান থেকে ওয়ানডেতেও একই চেষ্টা বজায় থাকবে বলে মনে করেন এই অলরাউন্ডার। আগের সিরিজ নিয়ে বলেছেন, ‘টি-টোয়েন্টি সিরিজ হয়তো জিততে পারিনি। কিন্তু ছেলেরা যেভাবে ক্রিকেট খেলেছে, তাতে আমি খুব খুশি। বিশেষ করে ২০০ রানের বেশি মোকাবিলা করতে গিয়ে যেভাবে ক্রিকেট খেলা দরকার সেটি বাংলাদেশ দেখিয়েছে, খুবই ভালো খেলেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভালো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গিয়েছি। কিন্তু সব খেলোয়াড় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এটা আমাদের দলের জন্য অবশ্যই ইতিবাচক একটি স্বাক্ষর।’

এ দিকে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেটে যে টানটান উত্তেজনা দেখা যাচ্ছে সেটিকে ইতিবাচকভাবে দেখছেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড। গতকাল লঙ্কান মাস্টারমাইন্ড বলেছেন, ‘এই দ্বৈরথ অবশ্যই খুব ভালো। আমাদের ভালোভাবে লড়াই করা প্রয়োজন এবং টি-টোয়েন্টিতে আমরা সেটিই দেখেছি। এই সিরিজেও (ওয়ানডে) আমি তাই চাইব। আমরা চাই কিছু ভালো ক্রিকেট খেলা হোক এবং আমার মনে হয় দুই দলই সেটি চায়।’ মাঠে নামার আগের দিন দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চোটের কারণে দলে নেই অভিজ্ঞ পেসার দুশমান্থ চামিরা। বাদ পড়েছেন ব্যাটসম্যান শেভন ড্যানিয়েল। হ্যামস্টিংয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারলেও ওয়ানডে দলে আছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এবারও দলে নেই টেস্ট অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। এছাড়া সাবেক অধিনায়ক দাসুন শানাকাও নেই ওয়ানডে দলে।

এবিসিবি/এমআই

Translate »