‘বক্সিং ডে টেস্টে ভারত স্রেফ উড়ে যাবে’, ওয়ার্নের মত
স্পোর্টস ডেস্ক:
অ্যাডিলেডে ৩৬ রানে গুটিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়া ভারতের ফেরার কোন সম্ভাবনা দেখছেন না শেন ওয়ার্ন। তার মতে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে যাবে ভারত।
৮ উইকেটের হারে সিরিজে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ম্যাচ থেকে পাচ্ছে না অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলি ছাড়া বাকি যারা আছেন তাদের প্রতি সমীহ রেখেই ফক্স স্পোর্টসকে ওয়ার্ন মত দিয়েছেন, পরের টেস্টও হবে একপেশে, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া তাদের স্রেফ উড়িয়ে দেবে। এটা ঠিক তাদের কিছু ক্ল্যাস খেলোয়াড় আছে যেমন লোকেশ রাহুল, তরুণ শুভমান গিলবে আসবে। রাহানে (আজিঙ্কা) ক্ল্যাস খেলোয়াড়। আমরা জানি চেতশ্বর পূজারা কি করতে পারে।’
কোহলির অবধারিত বিদায়ের সঙ্গে অপ্রত্যাশিতভাবে শামিকে হারিয়েছে ভারত। প্যাট কামিন্সের বাউন্সারে আঘাত পেয়ে হাতে চিড় ধরা শামি ছিটকে যান পুরো সিরিজ থেকে। ওয়ার্নের মনে হচ্ছে ভারতের সবচেয়ে বড় সংকটের জায়গা এটাই, ‘মোহাম্মদ শামিকে হারানো তাদের বড় ক্ষতি। দারুণ কোয়ালিটি বোলার সে। মেলবোর্নের কন্ডিশন যদি দেখেন। উইকেটে বল জোরে হিট করলে আর ভাল লেন্থে ফেললে সুবিধা পাওয়া যায় । শামি যা করতে পারত।’
অ্যাডিলেডে প্রথম দুদিন এগিয়েছিল ভারত। কিন্তু তৃতীয় দিনে তারা মাত্র ৩৬ রানে গুটিয়ে যায়। এমন ঘটনায় ভারতের ব্যাটিং ব্যর্থতাকে বড় করে দেখা হলেও ওয়ার্ন বলছেন, অস্ট্রেলিয়ার বোলাররা ছিলেন চোখ ধাঁধানো। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড আর নাথান লায়নের সঙ্গে অলরাউন্ডার ক্রিস গ্রিনকেও হিসেবে রাখছেন তিনি, ‘তারা দুর্দান্ত। বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে। চার বোলারের সঙ্গে ক্রিস গ্রিন আছে।’
২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় টেস্ট।