তাইজুল-খালেদে দিন শেষে স্বস্তিতে টাইগাররা
প্রথম দুই সেশনে স্বাগতিকরা দাপট দেখালেও শেষ বিকেলে ম্যাচে ফিরে বাংলাদেশ। বিশেষ করে তিনটি বড় উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। শেষ বিকেলে টেম্বা বাভুমাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন খালেদ আহমেদ। ফলে প্রথম দিন শেষে সমতায় আছে দুই দলই।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৭৮ রান। নতুন দুই ব্যাটসম্যান কাইল ভেরেইনা ১০ আর মুল্ডার ০ রান নিয়ে শনিবার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়ায় সমতায় ফেরার ম্যাচ। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগার। ব্যাট হাতে শুরুটা ভালোই হয় প্রোটিয়াদের। ওপেনিং জুটিতে আসে ৫২ রান। খালেদ আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওপেনার সারেল আরউই। আউট হওয়ার আগে করেন ২৪ রান।
প্রথম সেশনেই স্কোর বোর্ডে ১০৭ রান তোলে প্রোটিয়ারা। এরপর পিটারসনকে সঙ্গে নিয়ে ৮১ রানের জুটি গড়ে বড় সংগ্রহের পথেই যাচ্ছিলেন প্রোটিয়া অধিনায়ক। দ্বিতীয় সেশনের শুরুতে ডিন এলগারকে ফিরিয়েছেন তাইজুল। ৭০ রানে তাকে থামিয়েছেন তাইজুল।
ফিফটির দেখা পেয়েছেন কেগান পিটারসনও। যদিও তাকে বেশিদূর যেতে দেননি তাইজুল। এলবির ফাঁদে পড়ার আগে করেন ৬৪ রান। ১২৪ বলে খেলা এই ইনিংসটি ৯টি চারে সাজানো।
৩ উইকেটে ১৯৯ রান নিয়ে দিনের শেষ সেশন শুরু করে দক্ষিণ আফ্রিকা। রিকেলটনকে নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন বাভুমা। ৮৯ রানের জুটির পর বিদায় নিতে হয় রিকেলটনকে। ৪২ রান করে তাইজুলের বলে ইয়াসির আলির হাতে ধরা পড়েন তিনি।
শেষ সময়ে স্বাগতিকদের আরেকটি ধাক্কা দেন খালেদ আহমেদ। তার বলে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন বাভুমা। আউট হওয়ার আগে ১৬২ বলে ৭ চারে ৬৭ রান করেন তিনি। পরে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন কাইল ভেরেইনা (১০) ও মুল্ডার (০)। শেষ বিকেলে জোড়া আঘাতের স্বস্তি নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
ডিন এলগার, সারেল আরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ওয়ান মুল্ডার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ের।
এবিসিবি/এমআই