ঢাকা টেস্টে নেই সাকিব
‘গোল বলের খেলা’- ক্রিকেট খেলার অনিশ্চয়তা বোঝাতে হরহামেশাই কথাটা শোনা যায় বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। সেই অনিশ্চয়তার জাঁতাকলেই পিষ্ট হয়েছে বাংলাদেশ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পুরো চার দিন ছড়ি ঘুরিয়েও শেষ দিনে অবিশ্বাস্যভাবে হেরে গেছে মুমিনুল হকের দল। সেই হারের হতাশা নিয়ে ঢাকা ফিরেছে টাইগাররা। এখন তাদের লক্ষ্য- ১১ ফেব্রুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানো এবং জয় তুলে নিয়ে সমতায় সিরিজ শেষ করা। কিন্তু ঘুরে দাঁড়ানোর এই মিশনে দলের সব থেকে বড় তারকা সাকিব আল হাসানকে পাচ্ছে না স্বাগতিকরা।
নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ইনজুরি যেন পেয়ে বসেছে সাকিবকে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন কুঁচকিতে, সেই চোট সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে অনিশ্চিত করে দিয়েছিল সিরিজের প্রথম টেস্টে। সেই অনিশ্চয়তা কাটিয়ে সাকিব অবশ্য জায়গা করে নিয়েছিলেন একাদশে, কিন্তু প্রথম ইনিংসে বোলিং করার সময়ই বিপত্তি।
ব্যাট হাতে ৬৮ রানের ইনিংস খেলে দলের বড় পুঁজিতে অবদান রাখার পর দ্বিতীয় দিনের শেষ বেলায় বোলিং করার সময় উরুতে ব্যথা বোধ করেন। অস্বস্তি নিয়ে ছেড়ে যান মাঠ, এরপর আর ফেরা হয়নি। বাকি তিন দিন তাকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। তৃতীয় এবং চতুর্থ দিনে সেটা দলের পারফরম্যান্সে বিশেষ কোনো প্রভাবও ফেলেনি। কিন্তু শেষ দিনে তার অভাব হাড়ে হাড়েই টের পেয়েছে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েও যে বাংলাদেশ ৩ উইকেটে হেরেছে, এর নেপথ্যে ‘বোলার’ সাকিবের অনুপস্থিতিকে বড় করে দেখছেন অনেকেই। টেস্টে দেশের সফলতম বোলার তিনিই। স্বাভাবিকভাবেই এই বাঁহাতির অনুপস্থিতি মানসিকভাবে পিছিয়ে রেখেছিল বোলারদের। অধিনায়ক মুমিনুল হক তো হারের পর বলেই দিয়েছেন, বোলিংয়ে সাকিবকে খুব করেই মিস করেছে দল।
সেখানে দ্বিতীয় এবং শেষ টেস্ট থেকে ইনজুরি-আক্রান্ত এই অলরাউন্ডারের পুরোপুরি ছিটকে যাওয়া বড়সড় এক ধাক্কা হয়েই এসেছে টাইগার শিবিরে। তার ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে সোমবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘চট্টগ্রামে ম্যাচের দ্বিতীয় দিনে বাঁ উরুর চোটে পড়ার পর থেকেই সাকিবকে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সতর্কতার অংশ হিসেবেই এটা নিশ্চিত, দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাচ্ছে না।’
সোমবার দুপুরে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দলকে সঙ্গে নিয়ে একই ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে টাইগাররা। এদিন আর মাঠমুখো হয়নি তারা, বিশ্রাম নিয়েছে টিম হোটেলে। তবে দলের সঙ্গে ফিরলেও হোটেলে ওঠেননি সাকিব, জৈব-সুরক্ষা বলয় থেকে বেরিয়ে চলে গেছেন পরিবারের কাছে। এখন তাই তাকে ছাড়াই সিরিজে ফেরার পরিকল্পনা সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে স্কোয়াডে পর্যাপ্ত ক্রিকেটার থাকায় তার বিকল্প হিসেবে নতুন করে কাউকে দলভুক্ত করা করা হচ্ছে না, সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘সাকিব ইনজুরির জন্য ঢাকা টেস্টে থাকছে না। তবে যেহেতু একটা টেস্ট বাকি আর আমাদের স্কোয়াডও ১৮ সদস্যের, তাই এই মুহূর্তে সাকিবের পরিবর্তে বাইরে থেকে আমরা কাউকে নিচ্ছি না।’
তার মানে, স্কোয়াডটা এখন ১৭ জনের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ থেকেই বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হওয়া দ্বিতীয় এবং শেষ টেস্টের প্রস্তুতি শুরু করবেন তারা। অবিশ্বাস্য জয়ে আত্মবিশ্বাসী ক্যাবিবীয় শিবিরও সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে অনুশীলনে নেমে পড়বে এদিন। স্বাগতিক শিবিরে সাকিবের না থাকা, নিশ্চিত করেই বাড়তি হাওয়া দিচ্ছে অতিথিদের আত্মবিশ্বাসের পালে!