টি-২০ র্যাংকিংয়ের সেরা দশে নাসুম আহমেদ
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-২০তে দাপট দেখিয়েছিলেন নাসুম আহমেদ। পাওয়ার প্লের ভেতরই চার উইকেট নিয়ে ধস নামান আফগান ব্যাটিং লাইনআপে। এরপর জয়ের পথটা মসৃণ হয়ে যায় বাংলাদেশের জন্য। গত বছর নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক টি-২০তে অভিষেক হয়েছিল বাঁহাতি এই স্পিনারের। এক বছরের মাথায় ঢুকে গেলেন টি-২০ বলিং র্যাংকিংয়ের সেরা দশে। র্যাংকিংয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সবার আগে।
আফগানিস্তান সিরিজের আগে ১২ তে ছিলেন নাসুম। প্রথম ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিলেও পরের ম্যাচে উইকেট পাননি তিনি। তবে তা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে আছেন ১০ নম্বরে। এক ধাপ এগিয়েছেন মেহেদী হাসান (১৩) ও মুস্তাফিজুর রহমান। তবে চার ধাপ পিছিয়ে ১৯ নম্বরে আছেন সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ কোনোটাই ভালো যায়নি অলরাউন্ডারের। তার ফলও পেলেন র্যাংকিংয়ে।
এদিকে টেস্ট অলরাউন্ডারের র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন ভারতের রবীন্দ্র জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৭৫ রান ও ৯ উইকেট নিয়ে অতিমানবীয় পারফরম্যান্সের পর তিন নম্বর থেকে সোজা সিংহাসনে বসেন এই অলরাউন্ডার। পেছনে ফেলেন তারই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে।
এবিসিবি/এমআই