Type to search

খেলাধুলা

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় মারা গেছেন

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সংগঠক বাদল রায় মৃত্যুবরণ করেছেন।

রবিবার (২২ নভেম্বর) বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মৃত্যুরকালে বাদল রায়ের বয়স হয়েছিলো ৭৫ বছর। ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।

৮০’র দশকে মোহামেডান স্পোর্টিংয়ে কৃতিত্বের সাথে খেলেছেন বাদল রায়। জাতীয় দলের অধিনায়কও ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করার পর টানা ৩বার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সাবেক অধিনায়ক ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।

Translate »