গেইলকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ার পথে বাবর
টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন বাবর আজম।
পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৯৮ ইনিংসে ব্যাট করে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এই রান করার পথে তিনি ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে।
গেইল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৩১৪ ইনিংসে ব্যাট করে ১১ হাজার রান করেন। তার চেয়ে ১৬ ইনিংস কম খেলেই ১১ হাজার রানের রেকর্ড গড়েন বাবর আজম।
শুধু গেইলকে ছাড়িয়ে যাওয়াই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫১ ইনিংসে ব্যাট করে রেকর্ড ৪২৩১ রান করা ভারতীয় তারকা ব্যাটসম্যান রোহিতশর্মাকেও ছাড়িয়ে যাওয়ার পথে বাবর আজম।
ইতোমধ্যে ১২১ ইনিংসে ৪২২৩ রান করে দ্বিতীয় পজিশনে আছেন বাবর আজম। আর মাত্র ১২ রান করলেই ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়বেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
স্বীকৃত টি-টোয়েন্টিতে রেকর্ড ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। ১৩ হাজার ৪১৫ রান করে দ্বিতীয় পজিশনে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালক। ১১ হাজার ২০ রান করে ১১তম পজিশনে আছেন বাবর।
ক্রিস গেইল-বাবর আজম ছাড়াও ১১ হাজারের বেশি রান করাদের তালিকায় আছেন- শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জস বাটলার, রোহিত শর্মা, অ্যারন ফিঞ্চ ও জেমস ভিন্স।
বিরাট কোহলি আর রোহিত শর্মা ইতোমধ্যে ১২ হাজার ৮৮৬ আর ১১ হাজার ৮৩০ রান করে পঞ্চম আর অষ্টম পজিশনে আছেন।
-যুগান্তর