Type to search

খেলাধুলা

খাজাকে বাধা দেওয়ায় আইসিসিকে ধুয়ে দিলেন কিংবদন্তি পেসার হোল্ডিং

ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে লড়াই করে চলছেন অস্ট্রেলিয়া ওপেনার ওসমান খাজা। তবে আইসিসির বাধার মুখে পড়েছেন এই অজি ওপেনার। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে আইসিসির অনুমতি না নিয়ে কালো আর্ম ব্যান্ড পড়েছিলেন তিনি। যার ফলে আইসিসির তিরস্কারের শিকার হন খাজা। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে জুতায় শান্তির প্রতীক পায়রার স্টিকার নিয়ে নামতে চেয়েছিলেন এই অজি ওপেনার। তবে এবারও বাধা হয়ে দাঁড়িয়েছে আইসিসি।

এই ঘটনায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে ধুয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খাজাকে নিয়ে তৈরি হওয়া ব্যাপারটি খেয়াল করছি। আইসিসির সিদ্ধান্তে বিস্মিত হয়েছি। অন্য বেশির ভাগ সংস্থা, যারা নিজেদের মনোভাব নিয়ে একটু ধারাবাহিকতার আভাস দেখিয়েছে, তারা এমন করলেও আমি বিস্মিত হতাম। তবে আইসিসির ক্ষেত্রে নয়। তারা আরেকবার তাদের দ্বিচারী মনোভাব এবং সংস্থা হিসেবে নৈতিক কোনো অবস্থানের ঘাটতির ব্যাপারটি দেখাল।’

হোল্ডিং আরও বলেন, ‘আইসিসির নিয়ম বলে, রাজনৈতিক, ধর্মীয়, বর্ণের কোনো আন্দোলনের কোনো বার্তা দেওয়া যাবে না। তাহলে বিএলএমের (ব্ল্যাক লাইভস ম্যাটার) সময় কীভাবে মানুষকে হাঁটু গেড়ে সংহতি জানানোর অনুমতি দেওয়া হলো? কীভাবে স্টাম্প এলজিবিটিকিউয়ের রঙে ঢেকে দেওয়া হলো?’

এবিসিবি/এমআই

Translate »