Type to search

খেলাধুলা

এশিয়া কাপ-২২: ভারত-পাকিস্তান ম্যাচ দাঁড়িয়ে দেখলেও দুই হাজার টাকা!

এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন বিশ্বের বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। এমন ম্যাচ সরাসরি দেখার সুযোগ মিস করতে চায় না কেউ। তাইতো টিকিট পেতে মরিয়া থাকেন সমর্থকরা। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় আসন্ন টি-২০ বিশ্বকাপে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচের টিকেট পেতে হুমড়ি খেয়ে পড়েছিলেন ক্রিকেটভক্তরা।

আনন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা(আইসিসি) জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ওই ম্যাচের টিকিট ছাড়ার মাত্র ৫ মিনিটে সব বিক্রি হয়ে যায়। তবে দর্শক চাহিদার কথা মাথায় রেখে বাড়তি ৪ হাজার টিকিটের ব্যবস্থা করেছে আইসিসি। তবে বসে নয় দাঁড়িয়ে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে এসব টিকিট ছাড়া হয়েছে।

প্রতি টিকিটের জন্য গুনতে হবে ৩০ অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার টাকা। আইসিসি জানায়, তারা চেষ্টা করছে বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবরের ম্যাচ দেখার সুযোগ করে দিতে। তাই এই পদক্ষেপ।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ৯০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারে। তবে ভারত-পাকিস্তান ম্যাচে আরও ৪ হাজার বেশি দর্শক খেলা দেখার সুযোগ পাচ্ছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

এবিসিবি/এমআই

Translate »