Type to search

খেলাধুলা

এপ্রিলের সেরা গোলদাতা সুপারস্টার রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডের এপ্রিল মাসের সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন দলটির সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

১৬ এপ্রিল ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

নরউইচের বিপক্ষে ৭, ৩২ ও ৭৬ মিনিটে গোল করেন রোনালদো। তার একার লড়াইয়ে দারুণ এক জয় পায় ম্যানচেস্টার।

আর সেই ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডের এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পর্তুগালের এই তারকা ফুটবলার।

চলতি মৌসুমে এর আগে অক্টোবর এবং মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৩৭ বছর বয়সী তারকা রোনালদো। সূত্র: ম্যানচেস্টার ইউনাইটেড।

এবিসিবি/এমআই

Translate »