Type to search

খেলাধুলা

এক ম্যাচ আগে সিরিজ জিততে চায় টাইগাররা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ফের মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে টাইগাররা। জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে টেস্ট জয় টাইগারদের যুগিয়েছে আত্মবিশ্বাস। তারই ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ওয়ানডে জিতে বড় স্বপ্নে চোখ সফরকারীদের। প্রথম ম্যাচ জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজতো বলেই দিয়েছেন, সিরিজ জয় নয় শুধু, বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে এশিয়া কাপ, বিশ্বকাপ জেতার।

মিরাজ জানিয়েছেন, ‘দেশের বাইরে সিরিজ জিততে চায় বাংলাদেশ। দেখেন স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো আগানো যায় না। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও আমরা সিরিজ জিততে চাই।’

নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকা ভয়ঙ্কর। ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপ তাদের। কিছুদিন আগেই রাবাদা-এনগিডির বোলিং তোপে বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছে কোহলি-রোহিতের ভারত। যদিও বাংলাদেশ ভয় পাচ্ছে না। সাকিব-তামিমরা জানে, কিভাবে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হয়। প্রথম ওয়ানডের মত দলগত ভাবে খেললেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।

মিরাজের মতে বাংলাদেশ যখন টিম গেম খেলে তখনি জিতে যায়, ‘আমাদের কাল যেটা হয়েছে আমরা টিম গেম খেলেছি। আমরা যখন টিমে গেম খেলি তখনই বাংলাদেশ জিতে যায়।’

ওয়ানডেতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দুদলের মুখোমুখিতে ২৩টি ম্যাচের ১৭টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চারটি ম্যাচে জয় এসেছে টাইগারদের পক্ষে। আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। দুদলের মুখোমুখিতে শেষ দুই ম্যাচে জয় পেয়েছেন তামিম ইকবালরাই। সেঞ্চুরিয়নে মুখোমুখি হওয়ার আগে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে মাঠে নেমেছিল দুদল। সেই ম্যাচে শুরুতে খেলতে নেমে ৩৩০ রান করে টাইগাররা। জবাবে ৩০৯ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

আইসিসি ওয়ানডে সুপার লিগে খুব বাজে অবস্থায় এখন দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা ১১ ম্যাচে ৩ জয়ে তাদের সংগ্রহ এখন মাত্র ৩০ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তলানিতে দাঁড়িয়ে এখন দক্ষিণ আফ্রিকা (১০ম)। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা জানালেন, ‘রোববারের ম্যাচটিতে আমাদের জয়ের বিকল্প নেই। সব বিভাগেই আমাদের খেলার উন্নতি করতে হবে। বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্ট আসবে, এটার কোনো নিশ্চয়তা নেই। আমাদেরকে নিজেদের ক্রিকেটটা খেলতে হবে।’

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স দক্ষিণ আফ্রিকার পয়া ভেন্যু। এই ভেন্যুতে এখন পর্যন্ত ৫০টি ওয়ানডে হয়েছে। তার মধ্যে ৩৭টি খেলে ২৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ের জন্য আদর্শ এই ম্যাঠের পিচ। ওভার প্রতি গড় রান এখানে ৫.২০ করে।

এমন মাঠে জয় পেতে হলে প্রথম ওয়ানডের মত জ্বলে উঠতে হবে বাংলাদেশকে। তবে খেয়াল রাখতে হবে প্রোটিয়া ব্যাটসম্যানদের প্রতিও। মিলার-ডুসেনদের আগেভাগেই থামিয়ে দিতে হবে টাইগার বোলারদের। এই ম্যাচে একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না সফরকারীরা।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এবিসিবি/এমআই

Translate »