Type to search

খেলাধুলা

আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় আর রক্তাক্ত না হোক বললেন তাওহিদ হৃদয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। সম্প্রতি কোটা আন্দোলন নিয়ে রণক্ষেত্র পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। যা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন এই ক্রিকেটার। বর্তমানে লঙ্কান ক্রিকেট লিগ খেলতে দেশের বাইরে আছেন হৃদয়। সেখান থেকে নিজের ফেসবুকে এক পোস্ট করেছেন তিনি।

সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। এতে আন্দোলনকারী বহু শিক্ষার্থী আহত হয়েছে। ফেসবুক পোস্টে হৃদয় লেখেন, সবকিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…। আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, আর রক্তাক্ত না হোক।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি-ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলায় প্রতিবাদে সরব হন তারকারাও। এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানান তারা।

এবিসিবি/এমআই

Translate »