Type to search

খেলাধুলা

আইপিএলে ডোবাচ্ছে ভারতীয় ক্রিকেটকে!

আইপিএল-abcb news

কোটি কোটি টাকার খেলা আইপিএল। জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ আয়োজনে যেমন অর্থনৈতিক সুফল পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই), তেমনি ফায়দা লুটছে ক্রিকেটারদের উন্নতিতে। কিন্তু জাস্টিন ল্যাঙ্গার বললেন ভিন্ন কথা। অস্ট্রেলিয়ার প্রধান কোচের মতে, তার দেশে সফরে থাকা ভারতীয় ক্রিকেট দলের বেহাল দশা আইপিএলের কারণেই!

অস্ট্রেলিয়া সফরের শেষ (চার ম্যাচের টেস্ট) সিরিজে দারুণ লড়ছে ভারত; বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-১ সমতায়। কিন্তু চোট ভালোই ভোগাচ্ছেন সফরকারীদের। একে একে দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি, উমেশ যাদব, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রিত বুমরাহ। সফরকারী দলে এত ইনজুরিতে ল্যাঙ্গারের কাঠগড়ায় আইপিএল।

সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের সবশেষ সংস্করণ খেলেই শেষেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। ল্যাঙ্গারের মতে, টানা খেলার ধকলে চোট বাড়ছে সফরকারী শিবিরে, ‘এই গ্রীষ্মে কতজন চোটপ্রাপ্ত হয়েছে সেটি আসলেই চমকপ্রদ বিষয়। আমার মনে হয় না এই বছরের আইপিএল সূচিটা যেভাবে করা হয়েছে, সেটি কারও জন্য আদর্শ ছিল। বিশেষ করে এই ধরনের বড় সিরিজের আগে।’

আইপিএলের সময় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে অজি কোচ বলেন, ‘আমি আইপিএল ভালোবাসি, দেখি। যেভাবে আমি কাউন্টি ক্রিকেট দেখি সেভাবেই। আমার মনে হয় তরুণ ক্রিকেটারদের উন্নতিতে ভীষণভাবে সহায়তা করে এই টুর্নামেন্ট। তবে এ সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বলতেই হবে। করোনার কারণে এমনটা হলেও, সূচিটা মোটেও আদর্শ ছিল না। চলমান সিরিজে যেমনটি হলো, আশা করছি আয়োজকরা বিষয়টা ভেবে দেখবে।’

Translate »