Type to search

খেলাধুলা

অবশেষে সিরিজে সমতা বাংলাদেশের

আরও কিছু রানের আক্ষেপ নিয়ে বাড়ি ফিরতে হলো বাংলাদেশ দলকে। মাউন্ট মঙ্গানুইয়ের বড় রানের মাঠেও যে সফরকারীরা মাত্র ১১০ রান সংগ্রহ করে। শুরুতে কিছুটা নড়েবড়ে ছিল নিউজিল্যান্ড। ১১০ রানের এই সম্বল নিয়ে ৪৯ রানেই এক সময় স্বাগতিকদের ৫ উইকেট নিয়েছিল বাংলাদেশ।

এরপর তারা আগায় জিমি নিশাম ও অভিনায়ক মিশেল স্যান্টনারের ব্যাটে চড়ে। বৃস্টি নামার আগে আর কোনো উইকেট হারাতে দেয়নি তারা। খেলা বন্ধের আগে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৫ রান তুলে স্বাগতিকরা। আর এতেই ডিএলএস মেথডে পদ্ধতিতে ১৭ রানে জিতে সিরিজ ড্র করে কিউইরা।

প্রথম দুই ম্যাচে টস জিতলেও শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে নাজমুল শান্ত’র দল। প্রথম ওভারে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ৪ বলে ৪ রান করেন তিনি। আউট হওয়ার ওই ধারা আর থামেনি। ১৯.২ ওভারে ১১০ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন তিনে নামা অধিনায়ক নাজমুল শান্ত। রনি তালুকদারের সঙ্গে তার ২৭ রানের জুটি হয়। ওটাই দলের সবচেয়ে বড় জুটি। ওপেনার রনি ফিরে যান ১০ রান করে। পরে তাওহীদ হৃদয় (১৬) ও আফিফ হোসেন (১৪) সেট হয়ে ফিরলে রান বড় হয়নি সফরকারীদের।

বল হাতে স্যান্টনার ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া ৩ পেসার টিম সাউদি, এডাম মিলনে ও বেন সিয়ার্স দুটি করে উইকেট নেন।

এবিসিবি/এমআই

Translate »