Type to search

খেলাধুলা

অবশেষে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব

নানা নাটকীয়তার পর অবশেষে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হয়ে সিরিজ খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান।

শনিবার (১১ মার্চ) সাকিব ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মধ্যে বৈঠকের পর প্রোটিয়া সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব মূলত দক্ষিণ আফ্রিকা সিরিজে যেতে চাননি তার মানসিক অবস্থা ভালো নয় এ কারণে। সাকিব নিজেই জানিয়েছেন বিষয়টি।

তবে এখন তার মানসিক অবস্থা অনেক ভালো হয়েছে। তাই তিনি এখন আফ্রিকা মিশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সাকিবের আশা দক্ষিণ আফ্রিকায় গেলে তার মানসিক অবস্থা আরও ভালো হবে। আর এখন প্রাকৃতিক সৌন্দর্যের টানে তিনি সেখানে যেতে রাজি হয়েছেন।

এ ব্যাপারে সাকিব বলেন, এখন অনেক ভালো অবস্থায় আছি। দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

সাকিব আরও বলেন, ভিন্ন জায়গায় গেলে মানসিক অনেক পরিবর্তন হয়। আশা করি সেরকম কিছু হবে এবং দলের জন্যও ভালো পারফর্ম করতে পারব।

এদিকে গত রোববার দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে জানিয়ে যান নিজের সিদ্ধান্তের কথা। মানসিক ও শারীরিকভাবে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত নন বলে জানিয়ে দেন।

দুদিন পর বুধবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি।

এবিসিবি/এমআই

Translate »