Type to search

অন্যান্য সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে তিনি ক্যাম্প-৪ এক্সটেনশন এ ই-ভাউচার আউটলেট, রোহিঙ্গা মহিলা গ্রুপের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ব্যাচেলেট বৃক্ষরোপণের বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন। একইসাথে ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাব এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট পরিদর্শনে যান ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার। সেখানে রোহিঙ্গাদের সুখ-দুঃখের কথা শুনেন। তবে এ সময় সংশ্লিষ্টরা ক্যাম্পে কোন সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি।

ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত জানান, ‘ক্যাম্প পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।

সংশ্লিষ্ট একটি সূত্র জানা গেছে, রোহিঙ্গাদের বর্তমান পরিবেশ-পরিস্থিতি, প্রত্যাবাসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আরআরআরসির কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এবিসিবি/এমআই

Translate »