রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে তিনি ক্যাম্প-৪ এক্সটেনশন এ ই-ভাউচার আউটলেট, রোহিঙ্গা মহিলা গ্রুপের কার্যক্রম পরিদর্শন করেন। পরে ব্যাচেলেট বৃক্ষরোপণের বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন। একইসাথে ক্যাম্প-২০ এ আইওএম পরিচালিত সাইট ডেভেলপমেন্ট হাব এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট পরিদর্শনে যান ক্যাম্পের বিভিন্ন লার্নিং সেন্টার। সেখানে রোহিঙ্গাদের সুখ-দুঃখের কথা শুনেন। তবে এ সময় সংশ্লিষ্টরা ক্যাম্পে কোন সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি।
ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) শাহ রেজওয়ান হায়াত জানান, ‘ক্যাম্প পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।
সংশ্লিষ্ট একটি সূত্র জানা গেছে, রোহিঙ্গাদের বর্তমান পরিবেশ-পরিস্থিতি, প্রত্যাবাসনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আরআরআরসির কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
এবিসিবি/এমআই