Type to search

আন্তর্জাতিক

চীনের আগ্রাসনের বিরুদ্ধে তাইওয়ান বন্ধু দেশগুলোর সহযোগিতা চায়

সম্প্রতি সময়গুলোতে তাইওয়ানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপে নিচ্ছে চীন। এরই ফলশ্রুতিতে তাইওয়ান প্রণালীতে শান্তি ও সংহতি স্থাপনের জন্য এগিয়ে আসতে জাপান এবং অন্যান্য উন্নয়নশীল রাষ্ট্রের প্রতি আহ্বান জানান তাইওয়ান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের বরাতে জানাযায়, একটি জাপানিজ ম্যাগাজিন বুনগেই এর সাথে অনলাইন ইন্টারভিউ দেয়ার সময় এমন আহ্বান জানান তিনি।।

তিনি বলেন, জাপান এবং যুক্তরাষ্ট্র সহ আরো বিভিন্ন রাষ্ট্রের তাইওয়ান এর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও উদ্বেগ চীনের প্রতি শক্তিশালী সতর্কবার্তা প্রেরণ করে। তাইওয়ান এবং এর শুভাকাঙ্ক্ষী রাষ্ট্রগুলোর মধ্যকার সহযোগিতা বৃদ্ধি করলে তা চীনকে বিভিন্ন কঠোর নীতিমালা প্রণয়নে সংযত করতে বাধ্য করবে বলে আশা ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।Taiwan Strait - Flipboard

মেইনল্যান্ড চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত প্রায় ২৪ মিলিয়ন জনগণের দেশ তাইওয়ানের পূর্ণ সার্বভৌমত্ব দাবী করে চীন যেখানে কিনা ৭ বছরেরও অধিক সময় ধরে দুটি দেশ ভিন্ন ভিন্নভাবে শাসিত হয়েছে৷ চীন প্রায়শই তাইওয়ান আক্রমণের হুমকি দিয়েছে এবং এই স্বায়ত্তশাসিত আইল্যান্ডকে নিয়ন্ত্রণে একটি কঠোর আগ্রাসনমূলক নীতি প্রণয়ন করেছে৷

এনএচএইকে ওয়ার্ল্ড সূত্রমতে জানা যায়, তাইওয়ানের প্রেসিডেন্ট করোনাকালীন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন। এই দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যৎ প্রজন্মেও অক্ষুণ্ণ থাকবে বলে প্রত্যাশা করেন তাইওয়ান প্রেসিডেন্ট।

Translate »