স্বাভাবিক ভাড়াতেই পশ্চিম বঙ্গের বাস চলাচল শুরু
আজ থেকে ভাড়া না বাড়িয়েই ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারী বাস ও মিনিবাস চালাচল শুরু হয়েছে।
গত কয়েকদিন ধরে বাস ভাড়া নিয়ে মিনিবাস মালিক সমিতির সাথে রাজ্য সরকারের অনেকবার বৈঠক হয়েছে।
প্রতিটি বাসে আসন খালি রেখে সর্বোচ্চ ২০ জন যাত্রী নিয়ে চলাচলের ঘোষণা দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারি বাস সেই নিয়ম মেনে সপ্তাহখানেক আগে থেকেই বাস চলাচল শুরু করে। কিন্তু সেই ঘোষণা মানেনি বাস ও মিনিবাস মালিক সমিতি। পরবর্তীতে গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক হয় রাজ্য সরকারের সাথে।
চার দফায় লক ডাউন শেষে সীমিত পরিসরে গত ৩১ মে থেকে পশ্চিমবঙ্গে আনলক-ওয়ান নামে শিথিল করা হয় কড়াকড়ি। এরপর থেকে কাজে যোগ দিতে মানুষের চাপ বাড়তে থাকে।
কম যাত্রী নিয়ে বাস চলাচলের নিয়ম পরিবহন সংশ্লিষ্টরা না মানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তিতে ঘোষণা দেন, প্রতি বাসে যত সিট আছে সেই পরিমাণ যাত্রী বহন করা যাবে। তাতেও বেসরকারি বাস ও মিনিবাস মালিকেরা আপত্তি যানায়।
রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে পরিবহন মন্ত্রী আশ্বাস দেন রেগুলেটরি কমিটি গঠন করে বাসা ভাড়া বাড়ানোর বিষয়টি সিধান্ত নেওয়া হবে।