Type to search

আন্তর্জাতিক

সোমালিয়ায় মোগাদিসুতে হোটেলে সন্ত্রাসী হামলায় ১৭ জনের মৃত্যু, আহত ১২

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে দেশটির সশস্ত্র সংগঠন আল-শাবাবের অস্ত্রধারীদের বন্দুক ও বোমা হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অসংখ্যা মানুষ। দেশটির উচ্চপদাস্থ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আলজাজিরা।

সোমালিয়া সরকারের মুখপাত্র মুখতার ওমর বলেন, রবিবার (১৬ আগস্ট) রাতে হোটেলটিতে থাকা লোকজনকে জিমি করে রাখেন বন্দুকধারীরা। পরে মানুষের উদ্ধারে আইনশৃংখলা বাহিনী সেখানে যায়। এ সময় উভয় দু’পক্ষের মধ্যে ৩ ঘণ্টা গোলাগুলি হয়। এ সময় জঙ্গিরা আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।
এ সময় অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এ সময় হামলাকারীও ৪ জন নিহত হন বলে সরকারের মুখপাত্র দাবি করেন।
পুলিশ কর্মকর্তা আহমদ বাসান জানান, এ ঘটনায় আহত ১২ জনের মধ্য ২জন সরকারি কর্মকর্তা, ৩ জন নিরাপত্তাকর্মী, ৪ জন বেসামরিক এবং অজ্ঞাত পরিচয় ৪ জন রয়েছেন।
রাজধানীর এলিট নামের ওই বিলাসবহুল হোটেলটি তরুণদের কাছে বেশ জনপ্রিয়।
সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল মুক্তার জানান, উদ্ধার অভিযানে হোটেলে আটকে পড়া লোকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত বের করে আনেন।
জঙ্গি সংগঠন আল-কায়দার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত  আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে।
Translate »