Type to search

আন্তর্জাতিক

সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন প্রেসিডেন্ট শি জিনপিং

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের চাওঝৌ সিটিতে মেরিন কোর পরিদর্শনে তিনি সেনাদের এমনই নির্দেশ দিলেন। শি জানান, সেনাদের অবশ্যই সবচেয়ে বেশি অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ ও সবচেয়ে নির্ভরযোগ্য হতে হবে। তাদের কায়মনোবাক্যে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। খবর সংস্থা জিনহুয়া।

ভারত আর চীন এখন লাদাখে রয়েছে প্রায় মুখোমুখি অবস্থানে। তবে প্রেসিডেন্ট শি’ জিনপিংর এই বক্তব্য যে ভারতকেই লক্ষ্য করে করা হয়েছে, তা নয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ওদিকে তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের অবস্থানের কারণেও যে এটা হতে পারে তা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

দক্ষিণ চীন সাগরে তাদের সার্বভৌমত্ব দাবি করে থাকে চীন। একই অঞ্চলে একই রকম দাবি করে থাকে মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ানও।

যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক এখন যে কোনো সময়ের চেয়ে তিক্ত। এর মূলে রয়েছে তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত মাখামাখি এবং কোভিড-১৯ উৎপত্তি বিতর্ক। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এটা চীনের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।

ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস বা কোভিড-১৯ প্রাদুর্ভাব চীনের উহান থেকে ঘটেছে বলে বার বার অভিযোগ করে আসছেন। তার মতে, চীনের উহানের ল্যাবরেটরিতেই এই ভাইরাসের উৎপত্তি এবং বিস্তৃতি।

পম্পেও বলেন, আমরা হিমালয়ের পাদদেশ, দক্ষিণ-পূর্ব চীন সাগর, হংকং ও তাইওয়ান প্রণালিতে দেখে আসছি। তবে চীনের আগ্রাসন শুধু এগুলোতেই সীমাবদ্ধ নয় বলে তিনি জানান।

Translate »