Type to search

আন্তর্জাতিক খেলাধুলা

সাহায্য পেয়ে ভারত প্রতি কৃতজ্ঞতা জানালেন জয়সুরিয়া

আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। ঋণের বোঝায় জর্জরিত দেশটি। আমদানির পরিমাণ কমায় শ্রীলঙ্কা নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানিতেও সমস্যা বেড়েছে। এই পরিস্থিতিতে এই দ্বীপরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে ভারত। ডিজেল ও খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে। পাশাপাশি আর্থিক সাহায্যও দেওয়া হয়। এই সাহায্যের ফলে পুরো সমস্যা না মিটলেও কিছুটা স্বস্তি পেয়েছে শ্রীলঙ্কা।

ভারতের এই সাহায্যে কৃতজ্ঞতা জানালেন প্রাক্তন শ্রীলঙ্কার ব্যাটার সনৎ জয়সুরিয়া। তার ধন্যবাদ বার্তায় তিনি ভারতকে বড় ভাই বলে সম্বোধন করেন। তিনি বলেন, “আপনারা জানেন প্রতিবেশী হিসেবে, আমাদের বড় ভাই প্রতিবেশি দেশ সাহায্য করেছে। আমরা ভারত সরকার ও প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞ।” দেশের বর্তমান সরকারকে বার্তা দিয়েজয় সুরিয়া সতর্ক করে দেন।

তিনি আরও বলেন, জ্বালানি ও গ্যাসের হাহাকার চলছে, ১০-১২ ঘণ্টা ধরে বিদ্যুৎ থাকছে না। মানুষের কাছে এটা কঠিন সময়। এইজন্য মানুষ প্রতিবাদ করছে। আমরা এই পরিস্থিতি দেখতে পারছি না। ডিজেল, গ্যাস, দুধের পাউডারের জন্য ৩-৪ কিলোমিটার লম্বা লাইন। এরা খুব দুঃখের এবং মানুষ খুব কষ্টে আছে এই সময়ে।

জাতিসংঘের মানবাধিকারের মুখপাত্র লিজ থ্রসেল বলেছেন যে, উদ্বেগজনক লক্ষণ হচ্ছে সরকার দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের কারণে ধৈর্য হারাচ্ছে। তিনি বলেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, জ্বালানি ও অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি রোধে জনগণ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »