Type to search

আন্তর্জাতিক

‘সার্বভৌম রাষ্ট্রের প্রশ্নে ঐক্যবদ্ধ চীন-রাশিয়া’

একটি রাষ্ট্রের সার্বভৌম হওয়া উচিত, এমন দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ রাশিয়া ও চীন। উভয় দেশের সংবিধানেরই এটি একটি মৌলিক ধারণা। রুশ পার্লামেন্ট স্টেট ডুমার স্পিকার ব্যাচেস্লাভ ভোলোদিন রাশিয়ান ভাষা অধ্যয়নরত নানজিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন। খবর তাসের।

এক ছাত্রের প্রশ্নের জবাবে ভলোদিন বলেন, ‘আমরা একত্রিত- রাশিয়া ও চীন উভয়ই আমাদের সংবিধানে থাকা মৌলিক আইন মেনে চলে। সেটি হলো সার্বভৌম রাষ্ট্র গঠন করা।’
তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া ও চীনের সার্বভৌমত্ব উভয় দেশকে ফলাফল অর্জনে সহায়তা করেছে, যখন অন্য দেশের পরিস্থিতি বিশ্লেষণ করার সময় একটি ভিন্ন পদ্ধতির ফলে এই ধরনের অগ্রগতি এবং ফলাফল হতে পারে না।
ডুমার স্পিকার আরও বলেন, ‘সার্বভৌমত্ব হারানোর মানে হল রাষ্ট্রীয় মর্যাদা হারানো। আমরা যদি সংখ্যা ও তথ্যের দিকে তাকাই, তাহলে এমন অনেক দেশ আছে যেখানে নিরঙ্কুশ সার্বভৌমত্ব নেই। তবে এটি কেবল রাষ্ট্রীয়তা নয়, এটি রীতিনীতি, ঐতিহ্যের ইতিহাস, সংস্কৃতি ও ভাষার সুরক্ষা। সবকিছু যা একটি জাতির পরিচয় এবং বিশ্বাস তৈরি করে।’
অন্যদিকে, সার্বভৌমত্বের ক্ষতি বর্ধিত বাহ্যিক প্রভাবের দিকে পরিচালিত করে ফলে একটি দেশের উন্নয়নের সময় ইতিহাস বিকৃতির পাশাপাশি সংস্কৃতিও পরিবর্তিত হয় বলে মন্তব্য করেছেন ভলোদিন।

এবিসিবি/এমআই

Translate »