Type to search

আন্তর্জাতিক

মমতার ভাগ্য পরীক্ষা রবিবার

ভারতের পশ্চিমবঙ্গের তিনটি বিধানসভা আসনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উত্সবের মেজাজেই নির্বিঘ্নে ভোট গ্রহণ হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভবানীপুর আসনে উপনির্বাচন এবং জঙ্গীপুর, সামসেরগঞ্জের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হয়। এ নির্বাচনের ফল প্রকাশ হবে ৩ অক্টোবর। তবে সবার নজর ছিল কলকাতার ভবানীপুর আসনের উপনির্বাচনে। মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য এ আসনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। তিনি মুখ্যমন্ত্রী থাকছেন কি না, তা জানা যাবে আগামী রবিবার।

এদিকে তৃণমূল ভোট গ্রহণ শান্তিপূর্ণ দাবি করলেও বিরোধী দল বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। এ দাবির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস বলেছে, ভবানীপুরে বিজেপি হারবে জেনে এ রকম অভিযোগ করছে। বিকাল ৫টা পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছিল ৫৩ দশমিক ৩২ শতাংশ। আর সামসেরগঞ্জে ৭৬ এবং জঙ্গীপুরে ৭৯ শতাংশ।

সকালে তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখার্জি ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য টুইটারে আবেদন জানান। এর মাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তার আগে সকালে ভবানীপুরের খালসা হাই স্কুলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা বুথে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা অতিরিক্ত গাড়ি এবং বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন। ফলে তাদের ভোট দিতে অসুবিধা হচ্ছে। অভিযোগ ওঠে দেবেন্দ্র ঘোষ রোডে বিজেপি প্রার্থী ২০টি গাড়ির বহর নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

দুপুরের পর মিত্র ইনস্টিটিউশনে গিয়ে ভোট দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ঘণ্টা খানেক পর সেখানে ভোট দিতে যান তৃণমূল এমপি তথা মমতা ভাতিজা অভিষেক ব্যানার্জি। এর আগে বেলা ১১টা নাগাদ মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনিই ছিলেন ভবানীপুরের বিধায়ক। তার জয়ের ব্যবধান ছিল ২৭ হাজারের বেশি। তার ছেড়ে দেওয়া আসনেই মমতা ব্যানার্জি উপনির্বাচনে প্রার্থী হয়েছেন।

যদিও বিকালে কিছুটা উত্তেজনা তৈরি হয়। বিজেপি নেতা কল্যাণ চৌবের গাড়ি ভাঙচুর হয়। তার অভিযোগ, এক বাইক আরোহীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন। তাতেই তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এছাড়াও কয়েকটি ভোটকেন্দ্রে ভুয়া ভোট পড়ার এবং রেগিংয়ের অভিযোগ তুলেছে বিজেপি।

এবিসিবি/এমআই

Translate »