Type to search

আন্তর্জাতিক

ভ্যাকসিন ছাড়াই কোভিড-১৯ ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবেলা করতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভ্যাকসিন ছাড়াই করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলা করতে হবে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কার্যক্রম বিষয়ক পরিচালক মাইকেল রায়ান জানান, ‘যে কোনও জায়গায় উল্লেখযোগ্য হারে সবার কাছে টিকা পৌঁছতে আরও ৪ থেকে ৬ মাস সময় লাগবে। অথচ অনেক দেশে কোভিড-১৯ এর দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। এই কারণে, করোনাভাইরাস ভ্যাকসিন ছাড়াই দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবেলা করতে হবে।

তিনি আরো জানান, কেউ কেউ বিবেচনা করছে টিকা একমাত্র সমাধান। কিন্তু আমরা যদি টিকার উপর ভরসা করাই একমাত্র সমাধান ভাবি, তাহলে করোনা সংক্রমণ শূন্যের কোঠায় পৌঁছাবে না।

Translate »