ভারতে নতুন করে ১৪ হাজার ৩১৩ জন করোনায় আক্রান্ত, মৃত্য ১৮১
ভারতে নতুন করে আরো ১৪ হাজার ৩১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এটি ২২৪ দিনে সর্বনিম্ন সংক্রমণ।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৯২০ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৪ শতাংশ।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
এদিকে নতুন করে ১৮১ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৯৬৩ জনে। মৃত্যুর হার বর্তমানে ১.৩৩ শতাংশ রেকর্ড করা হয়েছে।
ভারতে গত ১৮ দিন ধরে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে রয়েছে। বর্তমানে করোনায় অসুস্থ লোকের সংখ্যা কমে হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯শ জনে যা মোট সংক্রমণের ০.৬৩ শতাংশ। ২০২০ সালের মার্চের পর এটি সর্বনিম্ন।