Type to search

আন্তর্জাতিক

ভারতে করোনা দৈনিক শনাক্ত কমেছে, মৃত্যু ১,৭৩৩

করোনাভাইরাসে একদিনে নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ভারতে। সংক্রমণের হার পাওয়া গেছে ৯ দশমিক ২৬ শতাংশ। যা আগেরদিনের ১১ দশমিক ৭ শতাংশ থেকে ৩ শতাংশ কম। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এক লাখ ৬১ হাজার ৩৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার পাওয়া গেছে নয় দশমিক ২৬ শতাংশ। যা আগেরদিনের ১১ দশমিক ৭ শতাংশ থেকে তিন শতাংশ কম। ভারতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে চার কোটি ১৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জনের।

গত ২৪ ঘণ্টা সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন এক হাজার ৭৩৩ জন। শুধু কেরালাতেই মৃত্যু হয়েছে এক হাজার ৬৩ জনের। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু দাঁড়াল চার লাখ ৯৭ হাজার ৯৭৫ জনে।

ভারতে চলমান টিকা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১৬৭ দশমিক ২১ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশের বয়স্কদের ৭৫ শতাংশেরও বেশি মানুষকে ইতোমধ্যে দুই ডোজ করে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১৫ থেকে ১৮ বছর বয়সী চার কোটি ৭১ লাখ ৪৪ হাজার ৪২৩ জনকে ১ ডোজ এবং ১০ লাখ ৮১ হাজার ৮৩৮ জনকে ২ ডোজ করে টিকা দেওয়া হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »